স্যালুট তোমায় অধিনায়ক
টাইগার ম্যাশ,
তোমার নামে হৃদয়ে গাঁথে ক্রিকেটপ্রেমী
আনন্দের রেশ।
তুমি আমার বাংলা মায়ের
সোনার টুকরো ছেলে,
নাম ডাক রয়েছে তোমার
আদর্শ মানুষ বলে।
তোমার মতো ভালো মানুষ
আছে খুবই কম,
তোমার বুকেই খুঁজে নেয় টাইগাররা
ভালোবাসার ওম।
তুমি ওদের দাদার মতো হয়ে
সামলে নাও সব,
তাইতো চারিদিকে শোনা যায়
তোমার জয়ের কলরব।
বাংলা মাকে দিয়েছি তুমি
অগাধ ভালোবাসা,
ইনজুরির পর ইনজুরি
রুখতে পারেনি তোমার আশা।
তোমার মনে যে আছে
চেষ্টার অদম্য শক্তি,
তাইতো তোমায় শ্রদ্ধা করে,
সবাই করে ভক্তি।
মুক্তিযোদ্ধার আদর্শও
রয়েছে তোমার মনে,
ক্রিকেট মাঠে হেরে গেলেও
হারবে না তুমি ভালোবাসার রণে।
অদম্য শক্তিতে ধরে রেখেছো তুমি
টাইগারদের হাল,
স্যালুট জানাই ক্যাপ্টেন তোমায়,
সবার মনে রবে তুমি চিরকাল।
কবি: হাবিবা সুলতানা খুশি