মারাইংতং পাহাড়ের বৌদ্ধ জাদিতে রাতযাপন নিষিদ্ধ

বান্দরবান জেলার আলীকদম উপজেলার ঐতিহ্যবাহী মারাইংতং পাহাড়ের বৌদ্ধ জাদিতে রাতযাপন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। জাদির পবিত্রতা রক্ষার জন্য এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এ কারণে ওই পর্যটন স্পটে গেলে পর্যটকদের সন্ধ্যার আগেই সেখান থেকে ফিরতে হবে।


সংশ্লিষ্ট সূত্র জানায়, মারাইংতং পাহাড়ে পর্যটকের সুবিধার জন্য শৌচাগরসহ বিভিন্ন কাঠামো নির্মাণ ও পর্যটকদের অশালীন কাজকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পরে এ নিয়ে ২৭ জুন সন্ধ্যায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সাথে মারাইংতং বৌদ্ধ জাদি পরিচালনা কমিটি ও উপজেলার বৌদ্ধ ধর্মীয় নেতাদের বৈঠকে হয়।


বৈঠকে মারাইংতং বৌদ্ধ জাদি পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, মারাইংতং বৌদ্ধ জাদি এলাকার আাশেপাশে কোনো সরকারি স্থাপনা নির্মাণ না করতে অনুরোধের পাশাপাশি দর্শনার্থীরা শুধু মাত্র সকাল থেকে বিকাল পর্যন্ত মারাইংতং জাদিতে উঠতে পারবেন। কোনো পর্যটক রাতে জাদিতে অবস্থান করতে পারবেন না বলে সিন্ধান্ত নেন মারাইংতং জাদি পরিচালনা কমিটি। সেই সাথে সেখানের ২টি দোকান সরিয়ে নেয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম।


জাদি পরিচালনা কমিটির সভাপতি উ-উইচারা মহাথের ভান্তে ও জেলা পরিষদের সদস্য দুংড়িমং মারমা বলেন, জাদির পবিত্রতা ও নিরাপত্তার স্বার্থে রাতে মারাইংতং জাদি এলাকায় থাকা নিষিদ্ধ করা হয়েছে। এটি পর্যটন স্পট নয়। এটি ধর্মীয় তীর্থস্থান। বৃহস্পতিবার (৩০ জুন) থেকে এ সিদ্ধান্ত করা হয়।


জানা গেছে, জেলার আলীকদম সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ১ হাজার ৬৪০ ফুট উচ্চতায় পাহাড়ের চূড়ায় বিশাল সমতল ভূমিতে বৌদ্ধ সম্প্রদায়ের একটি জাদি (প্রার্থনা ঘর) আছে। জাদি স্থাপনের পর থেকে দৃষ্টিনন্দন প্রাকৃতিক পরিবেশের কারণে পর্যটন ও সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে স্থানটি। কয়েক বছর ধরে রাতে তাবু টানিয়ে পর্যটকেরা সেখানে অবস্থান করেন। পর্যটক বৃদ্ধির সাথে, বৃদ্ধি পায় ইয়াবাসহ মাদক সেবন ও কেনাবেচা। নেশাগ্রস্ত অবস্থায় নারীর শ্লীলতাহানীর চেষ্টা, মারামারিসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর পাহাড়ের চূড়ায় সন্ধ্যার পর পর্যটকদের অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ করে জাদি পরিচালনা কমিটি।


আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরুবা ইসলাম বলেন, মারাইংতং পাহাড়ে রাতে প্রচুর পর্যটক অবস্থান করেন এবং নেশা জাতীয় দ্রব্য পান করে রাতে মারামারি করে অনেকে আহত হয়েছেন। প্রায় রাতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তাই জাদি পরিচালনা কমিটি এই সিন্ধান্ত নিয়েছে।