নারায়ণগঞ্জে ভবনে আগুন, নিহত ১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় জানা যায়নি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পুরাতন ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন চলছে উদ্ধার কাজ ।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া।
এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।