মাদক মামলায় সাজাপ্রাপ্ত এসআই কারাগারে

ফেনীতে ছয় লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধারের মামলার ১৫ বছরের কারাদণ্ড পাওয়া বরখাস্ত এক এসআইকে আদালতে আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।


২৯ মার্চ (বুধবার) আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংস বণিক এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


দণ্ডপ্রাপ্ত বিল্লাল হোসেন (৪০) কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন মতিন মেম্বারের বাড়ির বাসিন্দা। তিনি কক্সবাজার পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরে তিনি বরখাস্ত হন। তবে রায় ঘোষণার সময় পলাতক ছিলেন তিনি।


ফেনী আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিলানী জানান, মঙ্গলবার দুপুরে বিল্লাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় তাকে জেলা কারাগারে পাঠানো হয়।


এপিপি দ্বিজেন্দ্র কুমার কংস বণিক জানান, গত ৬ মার্চ মাদকের মামলায় বিল্লালসহ ১৩ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। পরে রায়ে এসআই বিল্লালসহ ছয়জনকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।