কুষ্টিয়ায় বন্ধুকে হত্যার ঘটনায় বন্ধু গ্রেফতার

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনায় বন্ধুর ছুরিকাঘাতে কলেজ ছাত্র তানজিল শেখ (১৮) খুনের ঘটনায় প্রধান আসামি ওবায়দুল শেখ ইমনকে (১৯) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।
র্যাব সূত্র জানায়, শনিবার বিকেলে কুমারখালী উপজেলার পান্টি হাই স্কুল মাঠে কলেজ ছাত্র তানজিল শেখ ও তার সহপাঠী বন্ধু ওবায়দুল শেখ ইমনের মধ্যে তুচ্ছ কোন বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এসময় ইমন ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে তানজিলকে হত্যা করে পালিয়ে যায়। হত্যার এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সোমবার (২২মে) ২জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-২৪। এরই সূত্র ধরে গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প ও র্যাব-৬ খুলানা সদর কোম্পানির অভিযানিক দল সোমবার দিবাগত রাত ২.১৫টায় খুলনা রেলষ্টেশন এলাকায় অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করে।
হত্যার পর থেকে সে পলাতক ছিল। গ্রেফতার হওয়া ওবায়দুল শেখ ইমন কুমারখালী উপজেলার পান্টি গ্রামের মিলন হোসেনের ছেলে। পরে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।
নিহত তানজিল পান্টি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। ঘাতক ওবায়দুল শেখ ওরফে ওবায়দা ওরফে ইমনও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র শিক্ষার্থী।