কুড়িগ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক নিহত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্ব বজরা (মাটিয়াল আদর্শ) বাজার এলাকায় জমিতে সবজি লাগাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফুল মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। নিহত ফুল মিয়া উপজেলার রমনা ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের মৃত জহর আলীর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান।
আটক পাঁচজন হলেন ওই এলাকার ফেরদৌস আলী, তার স্ত্রী আমেছা বেগম, ছেলে আজিজুল ইসলাম, ছেলের স্ত্রী রোকসানা বেগম ও ছোট ছেলে রাশিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র বলছে, ঘটনার দিন দুপুরে ওই কৃষক তার ছেলে মিজানুর রহমানসহ বাড়ীর পাশে থাকা জমিতে সবজি চাষ করতে যান। এসময় হঠাৎ প্রতিবেশী ফেরদৌস আলী তার ছেলেদের নিয়ে ফুল মিয়ার কাছে এসে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন। বাক-বিতন্ডার এক পর্যায়ে তারা ফুল মিয়াকে আঘাত করলে তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষনিক ঘটনাস্থল থেকে আহত ফুল মিয়াকে নিয়ে চিলমারী হাসপাতালে যান স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষনা করেন।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রবিউল ইসলাম জানান, মারা যাওয়ার প্রকৃত কারন পোষ্ট মর্টেম থেকে জানা যাবে। তবে আঘাতের কারনে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।