বিনোদন ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও খ্যাতিমান অভিনেতা সিরাজ হায়দার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে রাজধানীর কল্যাণপুরের নিজ বাসায় তার মৃত্যু হয়।
তার ছেলে নাট্যনির্মাতা লেলিন হায়দার বলেন, ভোরে বাথরুমে যাওয়ার সময় পড়ে গিয়েছিলেন বাবা। তারপর তার আর কোনো সাড়া পাওয়া যায়নি। ধারণা করছি স্ট্রোক করে পড়ে গিয়েই মারা গেছেন বাবা।
১৯৬২ সালে নবম শ্রেণির ছাত্রকালীন অভিনয় জগতে পা রাখেন সিরাজ হায়দার। তখ তিনি মঞ্চ নাটকে অভিনয় করতেন ও নির্দেশনা দিতেন। ১৯৭২ সালে সহকারী পরিচালক হিসেবে প্রয়াত আবদুল্লাহ আল মামুনের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন সিরাজ হায়দার। তার অভিনীত প্রথম চলচ্চিত্র (রঙ্গীন) জল্লাদের দরবার। তিনি প্রায় ৪০০টিও বেশি সিনেমায় অভিনয় করেছেন।
প্রবীণ এ অভিনয়শিল্পীর প্রয়াণে চলচ্চিত্রাঙ্গণে তৈরি হয়েছে শোকের আবহ। সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানাতে আজ বাদ জোহর এফডিসিতে তার মরদেহ আনা হবে। সেখানে তার জানাজা হবে।
জানাজা শেষ করেই মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের বিক্রমপুরে নেওয়া হবে। সেখানেই তাকে সমাহিত করা হবে।