ট্রেলারেই ঝড় তুলেছেন অনন্ত জলিল (ভিডিও)

ঢালিউড নায়ক অনন্ত জলিল নিয়ে আসছেন নতুন ছবি। নামা রাখা হয়েছে‘দিন-দ্য ডে’। তিনি বলেছিলেন তার নতুন ছবি হবে আন্তর্জাতিক মানের ছবি। টম ক্রজকে প্রতিদ্বন্দ্বী ভাবা এ নায়ক এবার সেটাই তার ট্রেলারে দেখালেন!
হলিউডের মতো দুর্দান্ত সব অ্যাকশন নিয়ে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। যেখানে কখনও মিসাইল, কখনও জিপ আবার কখনও হেলিকপ্টার নিয়ে মিশন চালিয়েছেন আলোচিত এই নায়ক ও প্রযোজক।
গতকাল (১৫ মার্চ) অনন্ত জলিলের ইউটিউব চ্যানেলে টেলারটি অবমুক্ত হয়েছে। এতে বাংলাদেশ ও ইরানের প্রশংসাও উঠে আসে এজে অর্থাৎ অনন্ত জলিলের মুখে।
ছবির নায়িকা তার স্ত্রী বর্ষা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে অনন্ত জলিলের ‘দিন-দ্য ডে’। সিনেমাটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।
অনন্ত জলিল জানান, সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে আগামী ঈদুল আজহায়। তিনি আরও জানান, প্রায় দুই বছর ধরে তৈরি করা হয়েছে ছবিটি। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে।
এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমন ফারুক, মিশা সওদাগরসহ অনেকে। এছাড়াও ইরান-লেবাননসহ বেশ কয়েকটি দেশের প্রথম কাতারের তারকারা এতে যুক্ত আছেন। বাংলা ভাষার পাশাপাশি ছবিটি ফারসি, আরবি ও ইংরেজিতে মুক্তি দেওয়া হবে।