সুমধুর কণ্ঠে আজান দিয়ে ভাইরাল আতিফ আসলাম (ভিডিও)

বিশ্বজুড়ে করোনার মহামারিতে আতঙ্কিত সবাই। এই সময়ে সহায়তার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। নিজে আজান দিয়ে তা রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন তিনি।

আজানের ভিডিওর সঙ্গে উর্দুভাষায় সাবটাইটেলও দিয়েছেন আতিফ আসলাম।

তার আজানের সুরে বিমুগ্ধ সবাই। দারুণ প্রশংসায় ভাসছেন এই শিল্পী।

আয়েশা নামে একজন লিখেছেন, আতিফ আসলামের কন্ঠে আজানের ধ্বনি শুনে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে।

সায়েদ রাফি লিখেছেন, আমি আতিফ আসলামের সব গান শুনেছি। কিন্তু সবগুলোর মধ্যে তাই আজানই শ্রেষ্ঠ।

ভিডিও: https://youtu.be/KN2hAJJLkAk

https://youtu.be/KN2hAJJLkAk