শান্তিতে নোবেলজয়ী ডেসমন্ড টুটু মারা গেছেন

নোবেল শান্তি পুরস্কারজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু আর নেই।  তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনে সামনের সারিতে ছিলেন।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে টুটু ছিলেন অন্যতম।  তিনি দেশ ও বিদেশে সমধিক পরিচিত ছিলেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা হিসেবে।

টুটু ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের পুরোধা নেলসন ম্যান্ডেলার সমসাময়িক।  

দক্ষিণ আফিকার নতুন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।