স্পোর্টস ডেস্ক: আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে কোয়ালিফাই করতে না পারায় জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড গ্রায়েম ক্রেমারকে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করেছে। একইসঙ্গে তারা দলের কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছে।
কোচিং স্টাফদের মধ্যে যারা দরখাস্ত হয়েছেন তারা হলেন- হেড কোচ হিথ স্ট্রিক , ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হন্ডু, ফিল্ডিং কোচ ওয়াল্টার চাওয়াগুটা, ফিটনেস কোচ সিন বেল এবং অ্যানালিস্ট স্টেনলি চিওজাসহ অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টিফেন ম্যাংগোংগো।
এমনকি জিম্বাবুয়েরর নির্বাচকদের আহ্বায়কের পদ থেকে ইস্তফা দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু।
বরখাস্ত হওয়া কোচদের মধ্যে একমাত্র হিথ স্ট্রিক বিকল্প চাকরি থাকার কারণে বেকারত্বের শিকার আপাতত হচ্ছেন না। আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্সের কোচের ভূমিকায় থাকবেন।
মূলত আইসিসির বিশ্বকাপে দল কমানোর সিদ্ধান্তের বলিই হয়ে গেল জিম্বাবুয়ে। ক্রিকেটের যেখানে বিশ্বায়ন হওয়ার কথা, ছোট দলগুলো যেখানে তাদের সক্ষমতা দেখাতে সক্ষম হচ্ছে, সেখানে জমজমাট প্রতিযোগিতার নামে আইসিসি মাত্র ১০ দলের বিশ্বকাপের আয়োজন করতে চলেছে!
এদিকে, জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড আবারও আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। বোর্ডের সব কর্মীদের নাকি দেশটির ক্রিকেট বোর্ড ফেব্রুয়ারি মাসে তাদের বেতনের মাত্র ৪০ শতাংশ পরিশোধ করেছে!