রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ঝিগাতলায় নির্মানাধীন ভবন থেকে পড়ে রশিদুল ইমলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।


শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।


হাসপাতালে নিয়ে আসা নিহতের সহকর্মী মোহাম্মদ নুর আলম বলেন, আমরা ঝিগাতলায় পিলখানা (বিডিআর ) ৪ নম্বর গেটের পাশে একটি নির্মানাধীন ভবনের ১৩ তলায় রড বিছানোর কাজ করার সময় অসাবধানতা বসত কোমরে বেল্ট বাধা থাকা সত্ত্বেও সেটা ছিঁড়ে রশিদুল নিচে পড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, বর্তমানে আমরা এই ব্যারাকেই থাকতাম।


ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবার্তাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।