বিশ্রামে হিরো আলম, ভোটারদের ২দিন ধৈর্য ধরার আহ্বান

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনের উপনির্বাচনে পরাজিত আলোচিত স্বতন্ত্র প্রার্থী কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম নির্বাচনের ফলাফল প্রত্যাখান করে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


হিরো আলম বলেন, দুই আসনের নির্বাচনী কাজে গত ১৫ দিন টানা নির্বাচনী কাজে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। আমি দুইদিনের বিশ্রামে আছি। বিশ্রাম শেষে আদালতে যাবো। এসময় ভোটারদের মন খারাপ করারও আহ্বান তিনি।


২ ফেব্রুয়ারি, জাতীয় একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।


হিরো আলম বলেন, আমি এখন বগুড়ায় আমার গ্রামের বাসায় বিশ্রামে আছি। বিশ্রাম শেষেই ঢাকায় ফিরে হাইকোর্টে রিট করব। আমি এই নির্বাচনের ফলাফল মানি না। এই ফলাফল আমি বর্জন করলাম।


নির্বাচনের ফলাফলকে একতরফা আখ্যায়িত করে হিরো আলম আরও বলেন, আমি সত্যের পথে লড়াই করছি। নির্বাচনের সাথে সংশ্লিষ্টরা আমার সাথে বেইমানি করেছে। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি আদালতে যাবো। আশা করি একটা সুষ্ঠু বিচার পাবো।