ভারতীয় হাইকমিশনারের নৈশভোজে বিএনপির ৫ নেতা

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার আমন্ত্রণে নৈশভোজে অংশ নিয়েছেন বিএনপির ৫ জন শীর্ষ নেতা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় বিএনপির এই ৫ নেতা ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বাসভবনে যান। সেখানে বিএনপির নেতারা হাইকমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।